মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগ মামলার আসামি শতাধিক, আটক ৯

0
136

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নির্বাচিত মেম্বারের বাড়িতে ভাঙচুর আগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।

বুধবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় উচাখিলা ইউনিয়নের মরিচার চর মাইজপাড়া গ্রামের নির্বাচিত মেম্বার আবুল বাশার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এদিকে এ ঘটনায় বিকালে উপজেলা পরিষদের সামনে থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলামসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে উচাখিলা ইউনিয়নের মরিচার চর মাইজপাড়া গ্রামের নির্বাচিত মেম্বার আবুল বাশারের বাড়িঘরসহ আশপাশের কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ, একটি গরু হত্যা করে মালামাল লুট করা হয়।

এ ঘটনায় আবুল বাশার বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম, মমতার উদ্দিন, নোমান মিয়া, ফাখরুল ইসলাম, আনিছুর রহমান গোলাম, ইউছুফ আলী, মো. ইসলাম, সাইফুল ইসলাম, রিপন মিয়াকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া জানান, এ মামলায় ৯ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here