রিজওয়ানকে ছাড়িয়ে গেলেন লিটন দাস

0
143

নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন লিটন কুমার দাস। এতে ক্রিকেটের এই অভিজাত সংস্করণে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে পেছনে ফেলেছেন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ, অ্যাশেজের চতুর্থ টেস্ট ও ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি।

সেখানে ৬৫৪ পয়েন্ট নিয়ে টেস্টে ১৬তম স্থানে রয়েছেন রিজওয়ান। আর তার থেকে ২৯ পয়েন্ট বেশি পেয়ে ৬৮৩ পয়েন্ট নিয়ে লিটন ১৫তম স্থানে।

লিটনের এই ফর্ম তার ক্যারিয়ারসেরা। তিন ধাপ উপরে উঠেছেন তিনি।টেস্ট র্যাংকিংয়ে বর্তমানে লিটনের ওপরে নেই বাংলাদেশের আর কেউ।

কিউইদের বিপক্ষে এমন পারফর্ম করে পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মেহাম্মদ রিজওয়ানকেও পেছনে ফেলেছেন লিটন।

মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্টে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৮৬ রান করেন লিটন। ম্যাচটি আট উইকেটে জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের কীর্তি গড়ে সফরকারীরা।

ক্রাইস্টচার্চ টেস্টে দলের ইনিংস ব্যবধানে হারের ম্যাচে দৃষ্টিনন্দন এক সেঞ্চুরি উপহার দেন এই ডান-হাতি ব্যাটার। খেলেন ১০২ রানের ঝকঝকে ইনিংস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here