অবৈধ স’ মিলে অভিযান শুরু

0
149

নেত্রকোনার কলমাকান্দায় চলছে সরকারের অনুমোদন ছাড়াই প্রায় অর্ধশত স’ মিল (করাতকল)। এসব মিলের কারণে ধ্বংস হচ্ছে বনজ ও ফলদসহ নানা প্রজাতির গাছ।

এতে করে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। শুধু তাই নয়, সরকারের নিয়মনীতি তোয়াক্কা না করে অবৈধভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা ওই সব স’ মিল বা করাতকলের শব্দদূষণের ফলে কোমলমতি শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

এ নিয়ে গত ৪ জানুয়ারি দৈনিক যুগান্তরে ‘সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব কলমাকান্দায় অর্ধশত অবৈধ করাতকল’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।

এর পর বুধবার দুপুরে কলমাকান্দা সদরের অবৈধ করাতকলগুলোতে শুরু হয় উপজেলা প্রশাসনের অভিযান। এই অভিযানে নেতৃত্বে দেন কলমাকান্দা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।

অভিযানে সহযোগিতা করেন নেত্রকোনা বন বিভাগের ফরেস্টার মঞ্জুরুল হাসান, বন প্রহরী কৌশিক রঞ্জন বিশ্বসসহ কলমাকান্দা থানা পুলিশের একটি টিম।

এ সময় লাইসেন্সসহ সরকারের নিয়মনীতি না মানায় কলমাকান্দা সদরের সাতটি করাতকলকে ২৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয় সহকারী কমিশনার (ভূমি) কলমাকান্দা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় যুগান্তরকে বলেন, অবৈধভাবে করাতকলগুলো পরিচালনা করায় সাতটি করাতকলকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here