কুকুরের জন্মদিনে ৫২০টি ড্রোন ভাড়া, তোপের মুখে তরুণী

0
151

ধুমধাম করে প্রিয় পোষা কুকুরের জন্মদিন পালনের জন্য ৫২০টি ড্রোন ভাড়া করে তোপের মুখে পড়েছেন এক তরুণী। ড্রোনগুলো ভাড়া করতে তার ব্যয় হয়েছে বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ টাকার বেশি। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হুনান প্রদেশের প্রাণীপ্রেমী এক তরুণী প্রিয় কুকুর ডুডুর ১০তম জন্মদিন পালনের জন্য এক লাখ ইউয়ান ব্যয় করে ৫২০টি ড্রোন ভাড়া করেন। ওই ড্রোনগুলো স্থানীয় একটি নদীর ওপর রাতের আকাশে লাইটশোর মাধ্যমে ফুটিয়ে তোলে ‘শুভ দশম জন্মদিন ডুডু’ লেখা। এছাড়া লাইট শোর মাধ্যমে আকাশে ফুটিয়ে তোলা হয় জন্মদিনের কেক এবং উপহারের বক্স।

অবশ্য ৫২০টি ড্রোন ভাড়া করার আরেকটি কারণ আছে। ম্যান্ডারিন উচ্চারণে ৫২০ সংখ্যাটি ইংরেজি ‘আই লাভ ইউ’ এর মতো। এ কারণেই ৫২০টি ড্রোন ভাড়া করেছেন তিনি।

এদিকে নো-ফ্লাইং জোনে ড্রোন উড়ানোর কারণে তোপের মুখে পড়েছেন ওই তরুণী। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় বেশ কয়েকটি বহুতল ভবন থাকায় সেখানে ড্রোন উড়ানো বিপজ্জনক। এছাড়া আবাসিক এলাকায় ড্রোন উড়ানোর জন্য পুলিশের অনুমতি প্রয়োজন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here