আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত

0
217

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আব্দুল্লাহ , লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

সপ্তম ধাপের ১৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে এই বৈঠক ডাকা হয়েছিল।

সন্ধ্যা ছয়টায় মনোনয়ন বোর্ডের এই বৈঠক শুরু হয়ে রাত প্রায় দশটা পর্যন্ত চলে। এ সময় দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ও রাজনৈতিক ক্যারিয়ারের বিশ্লেষণ করে ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীদের বেছে নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here