যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের পতন হবে!

0
180

ক্যাপিটাল হিল আক্রমণের বর্ষপূর্তি উপলক্ষে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এই ভাষণে।

বাইডেন মন্তব্য করেছেন রাশিয়া ও চীনের মতো দেশগুলো তাকে বলেছে, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের পতন হবে। আমেরিকার রাজনৈতিক অবস্থাও তাদের মতো হবে।

বাইডেন তার ভাষণে বলেন, তারা (চীন, রাশিয়া) আমাকে বলেছে গণতন্ত্র হলো মন্থর। ক্রমপরিবর্তনশীল কঠিন এই বিশ্বে গণতন্ত্র দিয়ে উন্নতি সম্ভব নয়। তারা বলছে আমরা তাদের মতো হয়ে যাব। তারা বলছে আমেরিকা স্বৈরাচারী, একনায়কতন্ত্রীদের জায়গা।

তবে বাইডেন জানান, আমেরিকা কখনো এমন ছিল না। এমনকি কখনো এমন হবে না। এখানে ক্ষমতার পালা বদল হবে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে। অস্ত্রের মাধ্যমে নয়।

তাছাড়া সাবেক রাষ্ট্রপতি ট্রাম্পের নাম না বলে বাইডেন বলেন, আমাদের সাবেক প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে মিথ্যাচার করেছেন ও যে দাঙ্গাবাজরা ক্যাপিটাল হিল আক্রমণ করেছিল, তারা যুক্তরাষ্ট্রের প্রকৃত অর্থের কিছু করতে পারেনি।

সূত্র : সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here