করোনার টিকা নিয়ে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার দাবি

0
236

মরণঘাতী করোনাভাইরাসের টিকা আবিষ্কার করেছে বিশ্বের কয়েকটি প্রতিষ্ঠান। এই টিকা প্রয়োগের পর অনেকেই নানা পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। এমনকি টিকা গ্রহণের পর শরীর চুম্বকে পরিণত হওয়ার দাবিও করেছেন কেউ কেউ।

এদিকে ভারতের মহারাষ্ট্রের এক নারীর দাবি— করোনাভাইরাসের টিকা নেওয়ার পর তিনি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। ৭০ বছর বয়সি মাথুরাবাঈ নামের এই নারী জানান, নয় বছর আগে তিনি তার দৃষ্টিশক্তি হারান। এরপর মহারাষ্ট্রে তার আত্মীয়ের বাড়িতেই থাকেন।

তার ভাষ্যমতে, গত ২৬ জুন তিনি কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নেন। এর পরদিনই তার এক চোখের ৩০ থেকে ৪০ শতাংশ দৃষ্টিশক্তি ফিরে পান।

যদিও চিকিৎসকরা এখনো বিষয়টি নিশ্চিত করেননি। তবে এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে খবরটি প্রকাশ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here