ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার

0
357

ফরিদপুরের ভাঙ্গায় শম্পা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার পৌর এলাকার মধ্যপাড়া আতাদি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

শম্পা দুই সন্তানের জননী আতাদি গ্রামের কামরুল মাতবরের স্ত্রী।

নিহতের ছেলে রিফাত জানান, বাবা ও মা কয়েক দিন ধরে ঝগড়া করছে। এ জন্য তারা দুজন ভাত খায় না। ৪-৫ দিন ধরে মা ভাত রান্নাও করে না। সন্ধ্যায় আমি মাছ ধরে এসে মাকে ঘরের বারান্দার আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখে চিৎকার দিই। রাতে পুলিশ এসে আমার মায়ের লাশ নিয়ে যায়।

পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমকিভাবে ধারণা করছে পুলিশ।

ভাঙ্গা থানার এসআই সহিদুল্লাহ যুগান্তরকে জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূ শম্পা আত্মহত্যা করতে পারে। লাশ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here