খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৮ পদে নিয়োগ

0
229

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। শূন্যপদ পূরণের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের এসব পদে আবেদন করতে বলা হয়েছে। বুধবার থেকেই অনলাইনে করা যাবে আবেদন।

যেসব পদে নিয়োগ—

১. প্রধান প্রকৌশলী, ১ জন
২. পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), ১ জন
৩. সহকারী অধ্যাপক, ১৪ জন
৪. সহকারী পরিচালক (হিসাব), ১ জন
৫. সহকারী রেজিস্ট্রার/সমমান, ১ জন
৬. প্রভাষক, ১৬ জন
৭. মেডিকেল অফিসার, ২ জন
৮. সহকারী প্রকৌশলী (সিভিল), ১ জন
৯. সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল),১ জন
১০. সহকারী ডাটাবেজ প্রোগ্রামার, ১ জন
১১. উন্নয়ন কর্মকর্তা, ১ জন
১২. শাখা কর্মকর্তা/ সমমান, ১ জন
১৩. হিসাবরক্ষণ কর্মকর্তা, ২ জন
১৪. উপসহকারী প্রকৌশলী, ১ জন
১৫. প্রশাসনিক কর্মকর্তা/ প্রশাসনিক কর্মকর্তা, ৩ জন
১৬. পিএ টু ভিসি/ সমমান, ১ জন
১৭. নার্স বা ব্রাদার্স, ২ জন
১৮. ইমাম, ১ জন

এসব পদের প্রতিটির জন্য রয়েছে আলাদা আলাদা আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা। নিয়োগের বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি দেখুন এখানে—

 

আবেদনের নিয়ম
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফরম https://kau.edu.bd/ -এ থেকে চাকরির আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: এসব পদে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here