আন্তর্জাতিক ফুটবলের নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে ফিফা। অহেতুক সময় নষ্ট বা টাইম ওয়েস্টিং বন্ধ করতে গোলরক্ষকদের জন্য কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।
নতুন নিয়মে কী পরিবর্তন আসছে?
ফুটবল ম্যাচ চলাকালে গোলরক্ষকরা ৮ সেকেন্ডের বেশি বল হাতে রাখলে শাস্তি পেতে হবে। নতুন এই নিয়মকে ইতোমধ্যে অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (IFAB)।
এতদিন ফিফার নিয়ম অনুযায়ী, গোলরক্ষকরা ৬ সেকেন্ডের বেশি সময় বল হাতে রাখলে রেফারি ‘ইনডিরেক্ট ফ্রিকিক’ দিতে পারতেন। তবে প্রায় সব পর্যায়ের ফুটবলে এই নিয়ম কার্যকর করা হতো না।
কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলেই রেফারি সঙ্গে সঙ্গে প্রতিপক্ষ দলকে কর্নার বা থ্রো-ইন দেওয়ার সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ, নিয়ম ভাঙার ফলে খেলার গতিপথ বদলে যাবে।
কেন প্রয়োজন পড়ল নতুন নিয়মের?
ফুটবল ম্যাচে অনেক সময় দেখা যায়, একটি দল এগিয়ে থাকলে বা ড্রয়ের প্রয়োজন হলে গোলরক্ষকরা অহেতুক সময় নষ্ট করেন। যদিও এটি ফিফার নিয়মবহির্ভূত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রেফারিরা এ নিয়ে কঠোর হন না।
নতুন নিয়ম কার্যকর হলে—
✔ গোলরক্ষকরা আর সময় নষ্ট করতে পারবেন না।
✔ খেলার গতি ও উত্তেজনা বাড়বে।
✔ প্রতিপক্ষ দল অন্যায্যভাবে সময় নষ্টের শিকার হবে না।
কবে থেকে কার্যকর হবে নতুন নিয়ম?
ফিফা জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে।
এর আগে পরীক্ষামূলকভাবে কয়েকটি লিগে এই নিয়ম চালু করা হয়েছিল। সফল হওয়ার পরই ফিফার সব প্রতিযোগিতায় এই নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে।
এখন থেকে গোলরক্ষকের কাছে বল গেলেই রেফারিরা সময় গণনা শুরু করবেন। ৮ সেকেন্ড পার হলেই বিপক্ষ দল সুবিধা পাবে।
নতুন নিয়মের প্রতিক্রিয়া
বিশ্ব ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, নতুন এই নিয়মের ফলে প্রতিযোগিতামূলক ফুটবলে গতি আসবে এবং সময় নষ্টের প্রবণতা কমবে।
তবে কিছু কোচ ও গোলরক্ষক এই নিয়ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকের মতে, ৮ সেকেন্ড সময় খুবই কম এবং এটি গোলরক্ষকদের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।
বিশ্ব ফুটবলে এই নিয়ম কীভাবে কার্যকর হয় এবং এর প্রভাব কেমন হয়, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।