অনেক আশা নিয়ে শুরু করা টুর্নামেন্টে এখন কঠিন পরিস্থিতিতে পড়েছে পাকিস্তান। ২৯ বছর পর নিজেদের মাটিতে আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেলেও, সেই টুর্নামেন্টেই প্রথম বিদায় নেওয়ার শঙ্কায় আছে বাবর আজমের দল।
গ্রুপপর্বে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে বসেছে পাকিস্তান। ফলে, সেমিফাইনালে যেতে হলে তাদের ভাগ্যের অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের পারফরম্যান্সের ওপর। একমাত্র অবশিষ্ট ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ। তবে ততক্ষণে যদি বাংলাদেশ আজ নিউজিল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে আগেই বিদায় নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানেরও।
কঠিন সমীকরণে পাকিস্তান
আজ (সোমবার) বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। যদি বাংলাদেশ এই ম্যাচে হেরে যায়, তবে ভারতের পাশাপাশি নিউজিল্যান্ডও সেমিফাইনালে চলে যাবে, আর পাকিস্তানের বিদায়ও নিশ্চিত হয়ে যাবে। তবে যদি বাংলাদেশ জয় পায়, তখন টুর্নামেন্টে টিকে থাকবে পাকিস্তানও।
এরপর সমীকরণ এমন দাঁড়াবে—
- পাকিস্তানকে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে হবে।
- নিউজিল্যান্ডকে ভারতের কাছে হারতে হবে।
এই দুটি শর্ত পূরণ হলেই কেবল পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে।
বাংলাদেশের জন্যও কঠিন পথ
বাংলাদেশও নিজেদের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ নিউজিল্যান্ডকে হারাতেই হবে। কিন্তু এখানেই শেষ নয়।
- এরপর শেষ ম্যাচে ভারতকে হারানোর পাশাপাশি নিউজিল্যান্ডেরও ভারতের কাছে হারের প্রার্থনা করতে হবে।
- যদি বাংলাদেশ ও নিউজিল্যান্ড সমান ৪ পয়েন্ট করে অর্জন করে, তাহলে নির্ধারণ হবে রানরেটের ভিত্তিতে।
এই জটিল সমীকরণ মিলিয়ে সেমিফাইনালে যেতে হলে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। এখন দেখার অপেক্ষা, শান্তরা কঠিন এই চ্যালেঞ্জ কীভাবে সামাল দেন!