মুন্সীগঞ্জের কামারখোলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন এবং এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রথমে একটি পিকআপের পেছনে একটি বড় কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এর ফলে ইমাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং এর গতি কমে যায়। এর কিছু দূরেই পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে পাঁচটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।
এই সংঘর্ষের ফলে ঢাকামুখী লেনে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, আহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স একাধিকবার হাসপাতালে যাতায়াত করেছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও বাকি চারটি যানবাহন উদ্ধারের কাজ চলছে।
ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনার ঘটনা বাংলাদেশে নতুন নয়। এই দুর্ঘটনাগুলো এড়াতে চালকদের আরও সতর্কতা অবলম্বন করা জরুরি। একই সঙ্গে এক্সপ্রেসওয়েতে কুয়াশার সময় গতি নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।