ঢাকার ব্যস্ত বাণিজ্যিক এলাকা কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় আজ (শনিবার) রাত ৮টার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) কার্যালয় রয়েছে।
আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।