Home বিভাগীয় খুলনা মাকে গাছে বেঁধে ঘরে আগুন, সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

মাকে গাছে বেঁধে ঘরে আগুন, সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

0
44

পিরোজপুরের ইন্দুরকানীতে মাকে সুপারি গাছে বেঁধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে সাবেক সেনা সদস্য মো. আল-আমিন (২৬) গ্রেপ্তার হয়েছে। রবিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পত্তাশী বাজার থেকে পুলিশ তাকে আটক করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নারী সংক্রান্ত জটিলতার কারণে ২০২৪ সালে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন আল-আমিন। এরপর চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রীও তাকে ডিভোর্স দিয়ে চলে যান।

এ নিয়ে আল-আমিন নিজের বাবাকে দোষারোপ করতে থাকেন। রবিবার সকালে তিনি চট্টগ্রাম থেকে বাড়ি ফিরে দা হাতে বাবাকে হত্যার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তবে পুলিশ আসার আগেই তিনি পালিয়ে যান।

কিছুক্ষণ পর উত্তেজিত হয়ে তিনি নিজের মাকে ঘর থেকে টেনে এনে সুপারি গাছের সঙ্গে বেঁধে ফেলেন এবং বসতঘরে আগুন ধরিয়ে দেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আল-আমিনের বাবা জয়নাল কাজী ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

এই নৃশংস ঘটনায় এলাকাজুড়ে নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়রা আল-আমিনের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here