রাজধানীর প্রগতি সরণী রুটে সব কোম্পানির বাস চলছে না। তুরাগ ও রাইদা পরিবহনের মধ্যে টিকিট পদ্ধতি চালুর বিষয়ে মতবিরোধের কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে, যা যাত্রীদের ভোগান্তিতে ফেলেছে।
টিকিট পদ্ধতি ঘিরে মতবিরোধ
সরকারের নতুন টিকিটিং পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগে তুরাগ পরিবহনের শ্রমিকরা আপত্তি জানায়। তাদের দাবি, এই পদ্ধতিতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শনিবার রাতে পরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠক হলেও সমস্যার পুরোপুরি সমাধান হয়নি।
রোববার বিকেল থেকে রাইদা পরিবহনের কোনো বাস চলেনি, যদিও তুরাগের কিছু বাস রাস্তায় দেখা গেছে। তুরাগ কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ বাস ওয়ার্কশপে পাঠানো হয়েছে সংস্কারের জন্য, যাতে নতুন টিকিটিং পদ্ধতির আওতায় আনা যায়।
দ্রুত সমাধানের আশ্বাস
পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম জানান, যেসব পরিবহন কোম্পানি এখনো টিকিটিং পদ্ধতি গ্রহণ করেনি এবং বাস চলাচল বন্ধ রেখেছে, তাদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বাস দেন।
তবে যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ নির্দিষ্ট রুটে পরিচিত বাস না পাওয়ায় তাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা এখনও নিশ্চিত নয়।