নাটকীয় প্রত্যাবর্তনে ম্যান সিটিকে হারিয়ে রিয়াল মাদ্রিদের দারুণ জয়

0
65
RealMadrid

ঘুরে দাঁড়ানো, পিছিয়ে পড়া, তারপর নাটকীয় জয়—সম্প্রতি রিয়াল মাদ্রিদের জন্য এ যেন এক স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে! চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এমনই এক রোমাঞ্চকর জয় পেল কার্লো আনচেলত্তির দল। হারের শঙ্কা কাটিয়ে শেষ মুহূর্তে দুই গোল করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করেছে গ্যালাকটিকোরা।

এই জয়ে শেষ ষোলোতে এগিয়ে গেল রিয়াল, অন্যদিকে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে প্রথম পর্বে টিকে থাকলেও, এই হারে বিদায়ের শঙ্কায় পড়ে গেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

ম্যাচের সংক্ষিপ্ত চিত্র

মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক ম্যান সিটি। ম্যাচের ১৯তম মিনিটে জ্যাক গ্রিলিশের ক্রসে বুক দিয়ে বল নামান ভার্দিওল, আর ছয় গজ বক্স থেকে ভলিতে গোল করেন আর্লিং হলান্ড। ভিএআরে চার মিনিট পর নিশ্চিত হয় গোল, আর উল্লাসে ফেটে পড়ে ইতিহাদ।

দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে ভাগ্যের সহায়তায় রিয়ালকে সমতায় ফেরান। ফ্রি-কিক রক্ষণে প্রতিহত হওয়ার পর দানি সেবাইয়োসের ক্রসে ভলির চেষ্টায় ঠিকঠাক বল ধরতে না পারলেও, শেষ পর্যন্ত সেটি জালে প্রবেশ করে।

৮০তম মিনিটে ফের লিড নেয় ম্যান সিটি। ফিল ফোডেনকে বক্সে ফাউল করেন সেবাইয়োস, পেনাল্টি থেকে সহজেই গোল করেন হলান্ড।

কিন্তু রিয়াল মাদ্রিদের চমক তখনও বাকি! ৮৪তম মিনিটে বদলি হিসেবে নামার দুই মিনিটের মধ্যে গোল করে দলকে সমতায় ফেরান ব্রাহিম দিয়াস। ভিনিসিউস জুনিয়রের শট এদেরসন ঠেকানোর পর ফিরতি বলে জালে পাঠান ব্রাহিম।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেন জুড বেলিংহ্যাম। সিটির ভুল পাস থেকে বল পেয়ে আক্রমণে ওঠে রিয়াল। ভিনিসিউস এগিয়ে আসা এদেরসনকে ফাঁকি দিয়ে দুর্দান্ত পাস বাড়ান, সেটি স্লাইড করে জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার।

ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়নস লিগে টানা চার মৌসুমে মুখোমুখি দুই দলের আরেকটি শ্বাসরুদ্ধকর লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here