Home জাতীয় আবারো আগুন, পুড়েছে ২৫-৩০ দোকান

আবারো আগুন, পুড়েছে ২৫-৩০ দোকান

0
60
আগুন

নরসিংদীর পাইকারি কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটের একটি অংশে আগুনে পুড়েছে। গতকাল শনিবার রাত পৌনে একটার দিকে সাততলা মোড়ের একটি মার্কেটে এ আগুন লাগে।

গতকাল হাটের দিন দিবাগত রাত পৌনে একটার দিকে নিরাপত্তারক্ষীরা মার্কেটের একাধিক দোকানে হঠাৎ আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। তাঁদের চিৎকারে আশপাশের সব দোকানের ব্যবসায়ী, কর্মচারী ও স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসেরীকটি সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারপর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে পুড়ে যায় ২৫ থেকে ৩০টি দোকান।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নাঈম ইবনে হাসান বলেন, ‘রাত ১টা ৫ মিনিটের দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর জানতে পারি। ১টা ২০ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here