প্রতি বছরে ৯০০ কোটি লিটার পানি গায়েব

0
15

চট্টগ্রাম নগরের ৪০ শতাংশ এলাকার মানুষ ওয়াসার পানির জন্য হাহাকার করে। কোথাও সংযোগ আছে কিন্তু পানি নাই। আবার কোথাও সংযোগই নাই। অথচ
মাটির নিচের পাইপের ফুটোর কারণেঅন্তত ৯০০ কোটি লিটার পানি নষ্ট হয়ে যাচ্ছে প্রতিবছর। এই নষ্ট হওয়া পানি প্রায় ২৫ কোটি টাকা সমমূল্যের। এই ফুটো ঠিক কর‍্যে বছরে গড়ে এক কোটি টাকা খরচ করে থাকে।

এই ক্ষতি কমাতে ওয়াসার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে অনেকে। বিশেষজ্ঞ, ভোক্তা অধিকার সংগঠনের নেতারা বলছেন, এই অপচয় বন্ধ করতে ওয়াসা কর্তৃপক্ষের নিজের কোন সদিচ্ছা নাই।

এই ফুটোর অপচয় ওয়াসা থেকে কোনো দিনও যাবে না। কারণ, নষ্ট হওয়ার নামে কিছু পানি বিক্রি হয়। ফুটো মেরামতের নামেও বাড়তি বিল করা যায়। এতে কিছু টাকা কর্তাব্যক্তিদের পকেটে চলে যায়।

চারটি বড় এলাকায় ভাগ করে চট্টগ্রাম ওয়াসা পুরো নগরকে পানি সরবরাহ করে থাকে। এসব এলাকাকে ‘মড’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্থার আবাসিক গ্রাহক সংযোগ আছে ৭৮ হাজার ৫৪২টি এবং বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি। কমবেশি ১০ হাজার গ্রাহক চার্জ দিয়েও নিয়মিত পানি পান না বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here