চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে না কমিউটার ট্রেন

0
63

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে এত তাড়াতাড়ি চালু হবে না কমিউটার ট্রেন। কবে নাগাদ চালু হবে তাও কেউ নিশ্চিত ভাবে বলতে পারছে না। ইঞ্জিন সংকটের কারণেই সহসা চালু হচ্ছে না এই ট্রেন। ফলে চট্টগ্রামের যাত্রীদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এই ট্রেন এর জন্য।

ঢাকা-কক্সবাজার রেলপথে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে প্রথম বাণিজ্যিক ননস্টপ আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয় গত বছরের ১ ডিসেম্বর। চলতি বছরের ১০ জানুয়ারি যুক্ত হয় ‘পর্যটক এক্সপ্রেস’ নামে আরও এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার রুটে আন্তঃনগর ট্রেন চালুর জন্য উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু ইঞ্জিন ও লোকবল সংকটের কারণে সেই উদ্যোগ এ কোন ফলাফল হয় না।

নবনিযুক্ত রেলমন্ত্রী জিল্লুল হাকিম দায়িত্ব পাওয়ার পর আশ্বাস দিয়ে বলেছিলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে দু’মাসের মধ্যে কমিউটার ট্রেন চালু করা হবে। কিন্তু আপাতত তা-ও হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here