আওয়ামী লীগের দপ্তর সূত্র মাধ্যমে এ তথ্য জানা গেছে। ১ জানুয়ারি বিকাল ৩টায় মোহাম্মদপুর-ধানমন্ডির শারীরিক চর্চা কেন্দ্রীয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।
বছরের প্রথম দিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকায় জনসভা করবে আওয়ামী লীগ। ঢাকা-১০ ও ১৩ সংসদীয় আসনে এই জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ১ জানুয়ারি ঢাকা-১৩ আসনে জনসভা হবে। আওয়ামী লীগ সভাপতি ও শেখ হাসিনা জনসভায় উপস্থিত থাকবেন।