আজ রোববার (১০ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত মিছিল–সমাবেশ আয়োজন করে গণ অধিকার পরিষদ। গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিন্নমতের মানুষকে গণগ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট মোড়ের কদম ফোয়ারা, দৈনিক বাংলা, ফকিরাপুল, বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়ক ও নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকের মোড়ে এসে শেষ হয়।
পুলিশ লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক। তিনি বলেছেন, মোটা অঙ্কের টাকাও নিচ্ছে পুলিশ। এভাবে প্রতিটি থানায় গ্রেপ্তার ও মামলার লক্ষ্য (টার্গেট) বেঁধে দেওয়া হয়েছে।
এ দেশের নির্বাচনে কারা সরকার গঠন করবে, কারা বিরোধী দল হবে, সংসদ সদস্য কে হবেন, তা ঠিক করে দিচ্ছে পাশের দেশ এরকমটাই বলেন নুরুল হক সেই সাথে তিনি আরো যুক্তকরেন “জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনকে প্রতিহত করতে হবে। প্রয়োজনে প্রতিটি এলাকায় গণপ্রতিরোধ কমিটি গঠন করতে হবে।” মিছিল শুরু হওয়ার আগেই তিনি জানান ‘পুলিশ মৃত মানুষকে দৌড়াতে দেখে। মৃত মানুষকে মামলার আসামি করে। তারা যে মিথ্যা মামলা দিচ্ছে, হয়রানি করছে, সেটা পরিষ্কার।’
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, জনগণ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছে। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন, আজ বিএনপি-জামায়াত নাশকতা করবে। কিন্তু কোথাও নাশকতা হয়নি।
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ সমাবেশ সঞ্চালনা করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন দলের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, ফাতিমা তাসনিম, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, মশিউর রহমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, মানবাধিকারবিষয়ক সম্পাদক খালিদ হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, গণ অধিকার পরিষদ মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, উত্তরের সভাপতি মিজানুর রহমান।