পাঁচ বছর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর সশস্ত্র হামলা হয় সেই সময় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ধরেন নিয়াজুল ইসলাম। গত ১৭ই সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক নিয়াজুল ইসলামের সেই অস্ত্রের লাইসেন্সটি বাতিল করেন।
আজ ১০ই ডিসেম্বর রোববার বিষয়টি নিশ্চিত হয়েছে বিভিন্ন গণমাধম। এই বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক বলেন, অস্ত্র আইনের নীতিমালা লঙ্ঘন করায়, পুলিশি প্রতিবেদনের আলোকে নিয়াজুলের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।
নিয়াজুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী।