একাডেমি কাপে সন্দ্বীপের জয়

0
221

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আয়োজনে একাডেমি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সন্দ্বীপ জয় পেয়েছে।

সোমবার প্রফেসর হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম খেলায় ড্রিম সিক্সসার্স ক্রিকেট একাডেমিকে ৫৯ রানে হারায় সন্দ্বীপ একাডেমি।

টস জিতে ড্রিম একাডেমি সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৬ ইউকেট হারিয়ে ১৪৬ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন মো. শোয়েব।

১৪৭ রানের টার্গেট তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৮৭ রানে অলআউট হয় ড্রিম সিক্সসার্স। ব্যাট হাতে ৫৬ রান ও ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন সন্দ্বীপ ক্রিকেট একাডেমির মো. শোয়েব।

দ্বিতীয় খেলায় সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে ৭ রানে হারিয়েছে এসকিউ স্পোর্টস একাডেমি। টস জিতে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে ৯৯ রান সংগ্রহ করে।

টার্গেট তাড়ায় এসকিউ স্পোর্টস একাডেমি ৭ উইকেটে জয়লাভ করে। সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ৬ অক্টোবর শ্যামলী ক্রিকেট একাডেমির মুখোমুখি হবে।

এ বছর একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হয়েছে। এ বছর এই টুর্নামেন্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেট মাঠ, প্রফেসর হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়ামসহ ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here