অবশেষে রানে ফিরলেন তামিম

0
227

অবশেষে রানে ফিরলেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের এই তারকা ব্যাটসম্যান নেপালের এভারেস্ট ক্রিকেট লিগে (ইসিএল) খেলতে গিয়ে ছন্দ ফিরে পেলেন।

নেপালের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার। আগের দুই ম্যাচে ১২ ও ১৪ রান করা তামিম সোমবার চিতওয়ান টাইগার্সের বিপক্ষে ৪০ রান করেন।

পাঁচটি চার ও একটি ছয় মারেন তিনি ৩০ বলের ইনিংসে। তার দল গ্ল্যাডিয়েটর্স ম্যাচ জেতে ছয় উইকেটে। ম্যাচসেরা হন জয়ী দলের আরেক ওপেনার ও উইকেটকিপার প্রদীপ আইরি। তিনি ৭২ রান করেন মাত্র ৪৩ বলে।

চিতওয়ান টাইগার্স প্রথমে ব্যাট করে ১৬৪ রান তোলে আট উইকেটে। তামিমের দল ১৩ বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে জয়ী হয়। উপুল থারাঙ্গা মাত্র ১৯ বলে ৩৯ রান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here