আন্তর্জাতিক চিকিৎসায় যৌথভাবে নোবেল পেলেন জুলিয়াস ও আরডেম By Sheersha Barta Reporter - অক্টোবর ৪, ২০২১ 0 239 FacebookTwitterPinterestWhatsApp চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড জুলিয়াস ও আরডেম পাতাপৌতিয়ান। সোমবার নোবেল কমিটি তাদের ওয়েবসাইটে এ দুজনের নাম ঘোষণা করে। ‘তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের কারণে’ তাদের এ পুরস্কার দেওয়া হয়।