মামলা করল দুদক
কক্সবাজারের টেকনাফের ইয়াবা কারবারি নুরুল হোছাইনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অর্জিত সম্পদের তথ্য গোপন করা এবং জ্ঞাত আয়ের উৎসে অসঙ্গতি অভিযোগে দুদক এ মামলা করে।
নুরুল টেকনাফের অলিয়াবাদ গ্রামের বাসিন্দা মৃত আমির হোছাইনের ছেলে। নুরুল ও তার ভাই আবদুর রহিমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ দীর্ঘদিন ধরে তদন্ত করছিল দুদক।
কক্সবাজারের দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন মামলার বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, ইয়াবা কারবারের মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক বনে যাওয়ার এক অভিযোগে ২০১৮ সাল থেকে তদন্ত করে এ মামলাটি দায়ের করা হয়।
ইয়াবা কারবারি নুরুল হোছাইন তার প্রদত্ত সম্পদ বিবরণীতে তার ও স্ত্রীর নামে মাত্র ১৪ লাখ ৯ হাজার ৭০০ টাকার স্থাবর সম্পদ এবং দুই লাখ ৬০ হাজার টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য দিয়েছেন।
মামলার বাদী জানান, অভিযোগের তদন্তে নুরুলের দেওয়া হিসাবের বাইরে আরো এক কোটি তিন লাখ ৯৭ হাজার ৭২৫ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে।