সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
রসায়নের ধারণা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৯১। প্রিজারভেটিভস কী?
উত্তর : যেসব রাসায়নিক পদার্থ পরিমিত পরিমাণে ব্যবহার করে বিভিন্ন খাদ্যসামগ্রী বিশেষ করে জুস, সস, কেক, বিস্কুট প্রভৃতি প্রক্রিয়াজাত করে দীর্ঘসময় সংরক্ষণ করা হয় তাদেরকে প্রিজারভেটিভস বলে।
৯২। তেজস্ক্রিয় রশ্মি কী?
উত্তর : তেজস্ক্রিয় পদার্থ থেকে অনবরত যেসব রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় রশ্মি বলে।
৯৩। ফল পাকার সময় কোন প্রক্রিয়া ঘটে?
উত্তর : জৈব রাসায়নিক প্রক্রিয়া
৯৪। ট্রিফয়েল কী?
উত্তর : অতিরিক্ত ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটিকে ট্রিফয়েল বলে।
৯৫। খাদ্যের প্রয়োজনীয় উপকরণ আমিষ কোন ধরনের যৌগ? উত্তর : জৈব যৌগ
পদার্থের অবস্থা
০১। পদার্থ কয় অবস্থায় থাকতে পারে?
উত্তর : ৩ অবস্থায়
০২। পদার্থের কোন অবস্থায় অণুগুলো সবচেয়ে কাছাকাছি থাকে? উত্তর : কঠিন
০৩। কোন পদার্থের আকৃতি নির্দিষ্ট?
উত্তর : কঠিন
০৪। কাপে গরম চা রাখলে কোন প্রক্রিয়া ঘটে?
উত্তর : বাষ্পীভবন
০৫। সাধারণ চাপ ও তাপমাত্রায় কোন পদার্থের আকার এবং আয়তন দুটোই নির্দিষ্ট থাকে?
উত্তর : কঠিন পদার্থের
০৬। তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে বস্তুর কিসের পরিবর্তন হয়? উত্তর : অবস্থার
০৭। আন্তঃআণবিক শক্তি কাকে বলে?
উত্তর : যে আকর্ষণশক্তির বলে অণুগুলোর পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাকে আন্তঃআণবিক শক্তি বলে।
০৮। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? উত্তর : কঠিন পদার্থের
০৯। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? উত্তর : গ্যাসীয় পদার্থের
১০। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক শক্তি মধ্যম মানের? উত্তর : তরল পদার্থের
১১। বায়ুপূর্ণ ফুটবলের ভিতরে গ্যাসের চাপ সৃষ্টির কারণ কী?
উত্তর : কারণ দেওয়ালে গ্যাসের কণাগুলো ধাক্কা খেতে থাকে
১২। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম? উত্তর : কঠিন পদার্থের
১৩। কোন ধরনের পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ নেই বললেই চলে? উত্তর : গ্যাসীয় পদার্থের
১৪। ঊর্ধ্বপাতন পদার্থ কাকে বলে?
উত্তর : কিছু কিছু কঠিন পদার্থ আছে যাদের তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় তাদেরকে ঊর্ধ্বপাতন পদার্থ বলে।
১৫। কখন গ্যাসীয় কণাগুলো তরলের উপরিতল থেকে বাইরে বেরিয়ে যায়?
উত্তর : স্ফুটনে
১৬। কোন শক্তির দ্বারা পদার্থকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা সম্ভব?
উত্তর : তাপশক্তি
১৭। অণুগুলো কখন নির্দিষ্ট অবস্থানে বিরাজ করে?
উত্তর : অণুগুলোর গতিশক্তি অপেক্ষা আন্তঃআণবিক শক্তি বেশি হলে
১৮। তাপ প্রয়োগে তরল পদার্থের অণুগুলোর ক্ষেত্রে কী ঘটে? উত্তর : অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়
১৯। কোন দ্রবণের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তি কম হলে কোন অবস্থার সৃষ্টি হবে?
উত্তর : বায়বীয়
২০। কঠিন থেকে তরলে পরিণত করতে তাপমাত্রা কোথায় পৌঁছাতে হয়?
উত্তর : গলনাঙ্কে
২১। গ্যাসের চাপ কাকে বলে?
উত্তর : বেলুন বা পাত্রের ভিতরের গ্যাসের কণাগুলো পাত্রের পৃষ্ঠে যে ধাক্কা দেয় তাকে গ্যাসের চাপ বলে।
২২। তরলকে তাপ দিয়ে স্ফুটনাঙ্কে পৌঁছালে তা কোন অবস্থায় পরিণত হয়?
উত্তর : গ্যাসীয়
পৌরনীতি ও নাগরিকতা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল
সোনারগাঁ
অধ্যায় : পৌরনীতি ও নাগরিকতা
সৃজনশীল নৈর্ব্যক্তিক
১। কোনটিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়?
ক) পৌরনীতিকে খ) অর্থনীতিকে
গ) সমাজনীতিকে ঘ) ধর্মনীতিকে
২। পৌরনীতিতে কোনসব বিষয় আলোচনা করা হয়?
ক) অর্থনীতির সঙ্গে জড়িত সব বিষয়
খ) ধর্মের সঙ্গে জড়িত সব বিষয়
গ) নাগরিকতার সঙ্গে জড়িত সব বিষয়
ঘ) সমাজের সঙ্গে জড়িত সব বিষয়
৩। সিভিক্স শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে?
ক) ইংরেজি খ) ল্যাটিন
গ) বাংলা ঘ) ফার্সি
৪। সিভিস শব্দের অর্থ কী?
ক) নগর খ) পৌরনীতি
গ) নাগরিকতা ঘ) নাগরিক
৫। কোনটির অর্থ নগররাষ্ট্র?
ক) সিভিক্স খ) সিভিস গ) সিভিটাস ঘ) মিলিটাস
৬। প্রাচীন কোন অঞ্চলে নাগরিক ও নগর-রাষ্ট্র অবিচ্ছেদ্য ছিল?
ক) মিশর খ) গ্রিস গ) চীন ঘ) ভারত
৭। বাংলাদেশের লোকসংখ্যা কত?
ক) প্রায় ১৫ কোটি খ) প্রায় ১৩ কোটি
গ) প্রায় ১৮ কোটি ঘ) প্রায় ১৪ কোটি
৮। বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা যায়?
ক) একটি খ) দু’টি গ) তিনটি ঘ) চারটি
৯। নাগরিকরা রাষ্ট্রপ্রদত্ত কী ধরনের অধিকার ভোগ করে?
i) সামাজিক ii) রাজনৈতিক iii) অর্থনৈতিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। কমনওয়েলথ কী ধরনের প্রতিষ্ঠান?
ক) স্থানীয় খ) জাতীয়
গ) আন্তর্জাতিক ঘ) সামাজিক
১১। পৌরনীতি ও নাগরিকতার আলোচ্য বিষয় হলো-
i) সামাজিক মূল্যবোধ ii) স্বাধীনতা ও সাম্য iii) সংবিধান
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। সন্তান জন্মদান ও লালন-পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে – কার সংজ্ঞা?
ক) ম্যাকাইভার খ) টমাসহবস্ গ) জনলক ঘ) জ্যাকরুশো
১৩। বংশগণনা ও নেতৃত্বের নীতির ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
১৪। মাতৃতান্ত্রিক পরিবার কার নেতৃত্বে পরিচালিত হয়?
ক) বাবার খ) মায়ের
গ) ভাইয়ের ঘ) বোনের
১৫। আমাদের দেশে কাদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়?
ক) চাকমা খ) মুরং গ) গারো ঘ) সাওতাল
১৬। কোন পরিবারগুলো সাধারণত বড় পরিবার?
ক) মাতৃতান্ত্রিক পরিবার খ) যৌথ পরিবার
গ) একক পরিবার ঘ) পিতৃতান্ত্রিক পরিবার
১৭। পারিবারিক গঠন কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
১৮। বাংলাদেশে কোন ধরনের পরিবার রয়েছে?
ক) একক পরিবার খ) যৌথ পরিবার
গ) একক ও যৌথ পরিবার ঘ) মাতৃতান্ত্রিক পরিবার
১৯। বৈবাহিক সূত্রের ভিত্তিতে কয় ধরনের পরিবার দেখা যায়?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
২০। একপত্নীক পরিবারে একজন স্বামীর কয়জন স্ত্রী থাকে?
ক) ১ জন খ) ২ জন গ) ৩ জন ঘ) ৪ জন
২১। একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে কোন ধরনের পরিবারে?
ক) একপত্নীক খ) দ্বিপত্নীক
গ) বহুপতি ঘ) বহুপত্নীক
উত্তর : ১.ক ২.গ ৩.খ ৪.ঘ ৫.গ ৬.খ ৭.ক ৮.খ ৯.ঘ ১০.গ ১১.ঘ ১২.ক ১৩.ক ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.ক ২১.ঘ।


