বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হল খুলে দেওয়া হবে আগামী ২৪ সেপ্টেম্বর। মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ড. একে ফজলুল হক ভূঁইয়া।
ড. একে ফজলুল হক ভূঁইয়া বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ফাইনাল পরীক্ষা শুরু হবে। এ কারণে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ২৪ সেপ্টেম্বর হল খুলে দেওয়া হবে। তবে ১ম থেকে ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খোলা হবে ৩ অক্টোবর। তাদের সেমিস্টার ফাইনাল শুরু হবে ১৭ অক্টোবর।
এ ছাড়া যেসব বর্ষের ব্যবহারিক ক্লাস এবং ক্লাস টেস্ট এখনও শেষ হয়নি, তাদের ৪-১০ অক্টোবরের মধ্যে ক্লাস ও পরীক্ষা শেষ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. একেএম জাকির হোসেন বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে চতুর্থ বর্ষের জন্য ২৪ সেপ্টেম্বর ও অন্য বর্ষের শিক্ষার্থীদের জন্য ৩ অক্টোবর হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সিন্ডিকেটের মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, গত ৬ জুন শিক্ষার্থীদের দাবির মুখে বাকৃবি প্রশাসন অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে সশরীরে পরীক্ষা গ্রহণে বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের করোনা মোকাবিলায় গঠিত টাস্কফোর্স। ফলে সব পরীক্ষা স্থগিত রাখা হয়।


