৯ মাসে ৪২ জনের মৃত্যু

0
131
৯ মাসে ৪২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এ নিয়ে ৯ মাসে ডেঙ্গুতে ৪২ জন মারা গেলেন। একই সময়ের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৯৬ জনে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে এক হাজার ৩৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩৫৩ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ৯ হাজার ১৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে। যদিও দুই সিটি মেয়র জানিয়েছেন ডেঙ্গু মোকাবিলায় তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here