ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়নের পাল্লী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (১৯) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী জানায়, আজ মঙ্গলবার পল্লী গ্রামে সোলায়মান হোসেনের ইটভাটার পশ্চিম পাশে পানিতে এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা।
খবর পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে। এলাকাবাসীর বরাত দিয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, মানসিক প্রতিবন্ধী এক তরুণ নৌকায় উঠে খেলা করছিলেন। এ সময় আকস্মিকভাবে পানিতে পড়ে গিয়ে তিনি মারা যান। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া না গেলেও ময়নাতদন্ত রিপোর্ট পেলে কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে।


