সড়কে প্রাণ গেল নারীর

0
227

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় রছিলা বেগম (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার রেজুর মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে পড়ে থাকাবস্থায় তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে রাতের যে কোনো সময় অজ্ঞাত পরিবহণের ধাক্কায় তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে। নিহত রছিলা বেগম উপজেলার মহিষভাঙা গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী।

বনপাড়া হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ১০-১২ দিন আগে মানসিক ভারসাম্যহীন ওই নারী বাড়ি থেকে নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খুঁজেও স্বজনরা তার সন্ধান পাননি।

বুধবার সকালে স্থানীয়রা মহাসড়কের পাশে তার লাশ দেখে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ সময় নিহতের স্বামী ঘটনাস্থলে এসে লাশটি তার স্ত্রী রছিলা বেগমের বলে নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here