ফাউচি করোনাভাইরাসে আক্রান্ত

0
130

কোভিড-১৯ মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ‘সম্মুখসারির যোদ্ধা’ হিসেবে পরিচিত দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি করোনা আক্রান্ত হয়েছেন। তার শরীরের করোনার মৃদ্যু উপসর্গ দেখা গেছে। তিনি বাসা থেকেই কাজ করছেন বলে বুধবার জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউট (এনআইএইচ)। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে এনআইএইচ জানায়, পরীক্ষায় ফাউচির কোভিড পজিটিভ এসেছে।

ফাউচি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা। সম্প্রতি ফাউচি প্রেসিডেন্ট বাইডেনের ঘনিষ্ঠ সংস্পর্শে আসেননি বলে জানিয়েছে তারা।

বিবৃতিতে এনআইএইচ বলেছে, ৮১ বছর বয়সী ফাউচি পূর্ণ টিকা নেওয়ার পাশাপাশি দুবার বুস্টার ডোজ নিয়েছেন। তিনি স্বেচ্ছা আইসোলেশনে আছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফাউচি দীর্ঘ কাল ধরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক পদে আছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে মহামারি চলাকালে তিনি হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্সের সদস্য ছিলেন। এই টাস্ক ফোর্সে তার ভূমিকার জন্য ফাউচি ক্রমেই জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য একজন ব্যক্তিত্বে পরিণত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here