রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২৬ কোটি টাকার নতুন বিভাগ চালুর একটি প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ উঠার পর প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আব্দুল আলীমের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
আর্থিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন সদস্যের একটি কমিটি রোববার বিকাল থেকে এ তদন্ত শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলের তিন সদস্য ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান, উপপরিচালক রোকসানা লায়লা এবং আরেক উপপরিচালক আবদুল আলিম রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিমানযোগে ঢাকা থেকে রাজশাহী পৌঁছান। এরপর তারা রুয়েটে যান।
দুপুর সাড়ে ১২টার দিকে রুয়েটের উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম সেখসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।
বিকাল ৪টার পর তদন্ত কমিটির সদস্যরা রুদ্ধদ্বার বৈঠকে বসেন। এ বৈঠকে তদন্ত কমিটির সদস্যরা ছাড়াও রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের বর্তমান পরিচালক অধ্যাপক ড. মিয়া জগলুল সাদত, তদন্তাধীন প্রকল্পের পরিচালক রুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলীম, রুয়েটের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন এবং হিসাব বিভাগের প্রধান নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এ সময় তদন্ত কমিটির সদস্যরা পুরো প্রকল্পের বিষয়ে প্রকল্প পরিচালক ড. আব্দুল আলীমের কাছে জানতে চান। সাড়ে পাঁচ বছর আগে প্রকল্পের কাজ শেষ হলেও অ্যাকাউন্ট এখনও চালু আছে, প্রকল্প শেষ হওয়ার পরও অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন এবং প্রকল্পের বেঁচে যাওয়া অবশিষ্ট টাকা সরকারি কোষাগারে জমা না দেওয়ার বিষয়ে জানতে চান।
তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ড. আব্দুল আলীম এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি। এ বৈঠক চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান যুগান্তরকে বলেন, আমরা বিকাল থেকে তদন্তের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করি। প্রকল্পের পরিচালক ড. আব্দুল আলীমসহ রুয়েটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসেছিলাম। ড. আলীমের কাছে প্রকল্প সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়া হয়েছে। কিছু নথি তিনি দিতে পেরেছেন। বাকিগুওলো আগামীকাল (সোমবার) দেবেন বলে জানিয়েছেন। সোমবার সকাল থেকে আবার আমাদের কার্যক্রম শুরু হবে। সেদিনই এ ব্যাপারে বিস্তারিত কথা বলতে পারব।
এদিকে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালুকরণের লক্ষ্যে অবকাঠামোগত ও ল্যাবরেটরি সুবিধা সৃষ্টিকরণ’ শীর্ষক আমব্রেলা প্রকল্পের আওতায় রুয়েটে গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুকরণ প্রকল্পের ব্যাপক আর্থিক অনিয়ম নিয়ে ‘রুয়েটে নতুন বিভাগ চালু, ২৬ কোটি টাকার প্রকল্পে অর্ধেক ব্যয়ে দুর্নীতি’ শিরোনামে যুগান্তরের শেষ পৃষ্ঠায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই সময় তদন্ত কমিটির প্রধান ড. ফেরদৌস জামান যুগান্তরকে বলেন, প্রাথমিকভাবে এ প্রকল্পে আর্থিক অনিয়মের ব্যাপারে সত্যতা পাওয়া গেছে। প্রকল্প পরিচালক ড. আব্দুল আলীম প্রকল্প শেষ হওয়ার পরও ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করেননি। তিনি টাকা উত্তোলনের জন্য চেক সরবরাহ করেছেন। প্রকল্প শেষ হওয়ার পর অবশিষ্ট টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু তিনি সেটি করেননি। এমনকি তিনি এখন পর্যন্ত অ্যাকাউন্টটি বন্ধ করেননি। এটি আর্থিক শৃঙ্খলার পরিপন্থী, গুরুতর অনিয়ম।

