‘৯৯৯’-এ ফোন পেয়ে খুবি ছাত্রের লাশ উদ্ধার

0
297

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজল মণ্ডলের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ৯৯৯-এ ফোন পেয়ে রোববার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পূর্বপাশের খানজাহান নগর এলাকার রফিকুলের বাড়ির দোতলা থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে হরিণটানা থানার পুলিশ।

সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে কাজল আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কাজল যশোরের অভয়নগর উপজেলার প্রহলাদ মণ্ডলের ছেলে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক রোববার বিকালে যুগান্তরকে জানান, লাশ উদ্ধারের সময় তার সহপাঠীরা কেউ ছিল না। সবারই পরীক্ষা থাকায় তারা ক্যাম্পাসে ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রফিকুলের বাড়ির দোতলায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মিলে থাকতেন। প্রাথমিকভাবে আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা সেটা বলা সম্ভব নয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ শরীফ হাসান লিমন যুগান্তরকে জানান, আমরাও বিষয়টি জেনেছি। কাজল আত্মহত্যা করেছে। তবে তার সহপাঠী বা রুমমেটদের কাছ থেকে এখনো কোনো তথ্য পাইনি। কী কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে। যেহেতু ঘটনা বিশ্ববিদ্যালয়ের বাইরে হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here