অভিনয় দিয়েই বিনোদন অঙ্গনে কাজ শুরু করেছিলেন হৃদি হক। পরে পরিচালনাতেও প্রতিভার সাক্ষর রাখেন তিনি।
সাম্প্রতিক সময়ে অভিনয়ে তেমন একটা দেখা যায় না হৃদি হককে। সেই বিরতি কাটিয়ে আবারো অভিনয়ে ফিরলেন তিনি।
বাংলাদেশ বেতারের আগামী ঈদের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটির নাম ‘জীবন মানে সিনেমা নয়’।
তারিক মঞ্জুরের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী। নাটকের কেন্দ্রীয় একটি চরিত্রেই তাকে অভিনয়ে পাওয়া যাবে।
এ প্রসঙ্গে হৃদি হক বলেন, বেতার নাটকের প্রতি এখনো দর্শকের ব্যাপক আগ্রহ আছে। আমারও পছন্দের একটি মাধ্যম এটি। এতে অভিনয় করে ভালো লেগেছে। এদিকে বর্তমানে সরকারি অনুদানে নির্মিত একটি সিনেমা পরিচালনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন হৃদি হক। সিনেমাটির নাম ‘ ১৯৭১ সেইসব দিন’।


