প্রতিদ্বন্দ্বী থেকে দুই ভাইয়ের চরিত্রে তারা

0
217

চলচ্চিত্র অঙ্গনে শিল্পী সমিতির বিগত কয়েকটি নির্বাচনে প্যানেলের পরাজিত প্রার্থীদের সমিতি মুখো হতে দেখা যায়নি।

এমনকি পর্দায়ও তাদের সেই মনোভাব স্পষ্ট। ক্যামেরাম্যান ওই প্রার্থীদের যুগল দৃশ্য ধারণ করতে পারেননি এমন নজিরও বহু।

এ নজির বর্তমান কমিটিতে বিদ্যমান। তবে ব্যতিক্রম ছোটপর্দার নির্বাচনে। এখানে নির্বাচনে কে জয়ী কে পরাজিত সেটা মুখ্য নয়; বরং পরাজিতকে সঙ্গে নিয়েই নতুন উদ্যমে কাজ শুরু করেন জয়ীরা। পরাজিত প্রার্থীও ততদিনে পরাজয়ের গ্লনি ভুলে নেমে পরেন কাজে।

এমনই এক অভাবনীয় দৃশ্য দেখা গেল আসছে ঈদে বাংলা টিভির জন্য নির্মিত ৭ পর্বের ‘বিয়াই সাব’ নাটকে। অভিনয় শিল্পী সংঘের গত নির্বাচনে অনুষ্ঠান সম্পাদক পদের দুই প্রতিদ্বন্দ্বী জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু এবং সাংবাদিক ও নন্দিত মূকাভিনেতা নিথর মাহবুবকে দুই ভাইয়ের চরিত্রে একই ফ্রেমে বন্দি করেছেন নাট্যকার রাজীব মণি দাস। গত নির্বাচনে তাদের মধ্যে জয়ী হয়েছেন অপু।

নাট্যকার রাজীব মণি দাস এ বিষয়ে বলেন, ঈদের নাটকে চমক থাকা চাই, এই নাটকেও নানা ধরনের চমক আছে। এর মধ্যে একটি চমক হলো অভিনয় শিল্পী সংঘের গত নির্বাচনে একই পদের দুই প্রতিদ্বন্দ্বীকে একই নাটকে একই ফ্রেমে দুই ভাইয়ের চরিত্রে বন্দি করা। তাদের দুইজনের সঙ্গেই আমার ভালো সম্পর্ক। সেখান থেকেই দর্শকদের নতুন কিছু দেওয়ার চিন্তা মাথায় আসে। নাটকে নিথর মাহবুবকে বড় আর রাশেদ মামুন অপুকে ছোট ভাইয়ের চরিত্রে দেখা যাবে। নাটকটিতে একদিকে যেমন হাসি-ঠাট্টা রয়েছে, অন্যদিকে পরিবারকেন্দ্রিক সামাজিক ম্যাসেজও রয়েছে। আশা করি নাটকটি দর্শকদের কাছে উপভোগ্য হবে।

এটি যৌথভাবে পরিচালনা করছেন মীর সাখাওয়াত ও জাদু ফরিদ। নাটকটি আসছে ঈদে বাংলা টিভির ঈদ আয়োজনে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রচার হবে বলে জানিয়েছেননাট্যকার। তিনি আরও জানান ঈদের দিন থেকে ‘স্বপ্নের কারিগর’ ইউটিউব চ্যানেলেও নাটকের পর্বগুলো পর্যায়ক্রমে প্রকাশ পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here