জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নটরডেমিয়ান সোসাইটির নির্বাচনে সভাপতি পদে রাফসান শরিফ ইমন ও সম্পাদক পদে মো. আরাফাত হোসেন খান নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদের ১৮টি পদের মধ্যে ১০টি পদের বিপরীতে অনলাইনে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্য ৮টি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
কার্যনির্বাহী পরিষদ ২০২২ নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন- সহ-সভাপতি ইয়াসির আরাথ, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় গোমেজ, সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান সাবা, দফতর সম্পাদক মো. মেহেদি হাসান, অর্থ সম্পাদক আলী ইবনে রেজা পাহলভী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিব আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক কে এম নাবিউল হাসান, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক নীলয় কুমার, ছাত্রকল্যাণ সম্পাদক জাহিদুল আবেদিন খান, ক্রীড়া সম্পাদক রাকিব খান রামিম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. রাফসান জামিল রাজু।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন- সাইফুল ইসলাম খান, সোহান মোল্লা, কাজী নুরুল ইসলাম বাঁধন ও আহাদুজ্জামান মুন্না।


