রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বাইয়ের টানা ছয় হার

0
150

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত ১৪ আসরের মধ্যে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজি এ জনপ্রিয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি শিরোপাধারী দলটি এবার প্রত্যাশিত ক্রিকেট খেলতে ব্যর্থ।

আইপিএল চলমান ১৫তম আসরের শুরু থেকেই পরাজয়ের বৃত্তে আটকে আছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।

নিজেদের ষষ্ঠ ম্যাচেও জয় ছিনিয়ে নিতে পারেনি মুম্বাই। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে ২০০ রানের বিশাল টার্গেট তাড়ায় মুম্বাইয়ে হেরে যায় ১৮ রানে।

শনিবার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে লোকেশ রাহুলের লড়াকু সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ১৯৯ রান করে লখনৌ। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে শেষ বল পর্যন্ত খেলে ৬০ বলে ৯টি চার আর ৫টি ছক্কায় দলীয় সর্বোচ্চ ১০৩ রান করেন রাহুল।

টার্গেট তাড়া করতে নেমে এক উইকেটে ৫৭ রান করা মুম্বাই এরপর শূন্যরানের ব্যবধানে হারায় ২ উইকেট। চতুর্থ উইকেটে সুরাইয়া কুমার যাদবের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন তিলক ভার্মা।

এরপর সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে শেষ দিকে আস্কিং রান রেট তাড়া করে জয় ছিনিয়ে নিতে পারেননি কায়রন পোলার্ড।

লখনৌর ১৮ রানের জয়ে সেঞ্চুরিময় ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন অধিনায়ক লোকেশ রাহুল।

লখনৌয়ের আগে মুম্বাই হারে পাঞ্জাব কিংস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়েলস ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here