পরীমনির ‘প্রেগন্যান্সি বৈশাখ’

0
163

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করে ঘর বাঁধেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। আর এর পরই মা হওয়ার খবর দেন তিনি।

গতকাল বৃহস্পতিবার ছিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই পরীমনি বাংলা নতুন বছরকে হ্যাশট্যাগ দিয়ে বলছেন ‘প্রেগন্যান্সি বৈশাখ’।

বৃহস্পতিবার বিকালে পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘#প্রেগন্যান্সি বৈশাখ’ লিখে হাতে মেহেদি দেওয়ার কথা জানান।

পরীমনি লেখেন, ঘটা করে কোনো উৎসবে মেহেদি পরা এবারই প্রথম। কাল (বুধবার) ঘুম থেকে উঠে মনে হলো আজ দুহাত ভরে মেহেদি পরা যায়!

তিনি লেখেন, শুটিংয়ের তাড়া নেই। আর সাজুগুজুও করা হয় না কত দিন। মেহেদি পরা যে এত কঠিন ধৈর্য্যের ব্যাপার বিশ্বাস করো নেহা আপু আমি বুঝতেই পারিনি। যদি একটু বুঝতে পারতাম… বাবারে তোমাদের ধৈর্য্যের কথা চিন্তা করে নিজে একটু সান্ত্বনা পাই। অনেক জ্বালিয়েছি তোমাদের।

পরী এখন বেশি নড়াচড়া করেন না। কারণ তিনি অন্তঃসত্ত্বা। এ নিয়ে পরীর ভাষ্য— সব দোষ তোমাদের অনাগত মাম্মাটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here