এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

0
158

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

জীবে পরিবহণ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৩১। ফ্লোয়েমের কোন কোষে শীতকালে ক্যালোজ জমা হয়? উত্তর : সিভনল

৩২। লবণ শোষণের বাহক তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর : Van der Honert

৩৩। Mason and Maskell কত সালে তুলা গাছের কাণ্ড ফ্লোয়েম পরীক্ষা করেন? উত্তর : ১৯২৮ সালে

৩৪। ঘৃতকুমারীর কোন অঙ্গে খাদ্য জমা থাকে?

উত্তর : পাতায়

৩৫। কোষ রস পরিবহণকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : ২ ভাগে

৩৬। স্যাফ্রোনিনের রং কী? উত্তর : লাল

৩৭। ফ্লুইড অফ লাইম বলা হয় কাকে?

উত্তর : পানিকে

৩৮। কী রোধ করার জন্য শীতে পাতা ঝরে যায়?

উত্তর : প্রস্বেদন

৩৯। উদ্ভিদ প্রধানত অভিকর্ষীয় পানি কী দ্বারা শোষণ করে?

উত্তর : মূল

৪০। প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নামে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী? উত্তর : কার্টিস

৪১। পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে?

উত্তর : রক্ষীকোষ

৪২। উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে, কাণ্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়? উত্তর : লেন্টিসেল

৪৩। প্রস্বেদন প্রক্রিয়ায় পাতার কোন অংশের বায়ু পানির সঙ্গে মিশে? উত্তর : বায়ুকুঠুরি

৪৪। বায়বীয় অঙ্গের ভিত্তিতে প্রস্বেদন কয় ভাগে বিভক্ত?

উত্তর : ৩ ভাগে

৪৫। কোষরস কাকে বলে?

উত্তর : উদ্ভিদ কোষে উপস্থিত খনিজ পদার্থ মিশ্রিত যে পানি তাকে কোষরস বলে।

৪৬। উদ্ভিদে প্রস্বেদনের শতকরা কতভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে? উত্তর : ৯০%

৪৭। কিউটিকল কাকে বলে?

উত্তর : পাতার উপর ও নিচের কিউটিনের আবরণকে কিউটিকল বলে।

৪৮। রক্তরসের রং কেমন? উত্তর : ঈষৎ হলুদাভ

৪৯। রক্তসংবহনতন্ত্রকে সাধারণত কয়ভাগে ভাগ করা যায়? উত্তর : ২ ভাগে

৫০। সাধারণত রক্তের কতভাগ রক্তরস? উত্তর : ৫৫ ভাগ

৫১। রক্তরসে জৈব ও অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত? উত্তর : ৮-৯%

৫২। রক্তরস কাকে বলে?

উত্তর : রক্তের বর্ণহীণ তরল অংশকে রক্তরস বলে।

৫৩। রক্ত সংবহনতন্ত্র কাকে বলে?

উত্তর : যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে।

৫৪। মানবদেহে কত প্রকার রক্তকণিকা দেখা যায়?

উত্তর : ৩ প্রকার

৫৫। রক্তকণিকার জন্ম কোথায়?

উত্তর : লাল অস্থিমজ্জায়

৫৬। একই দিনে জন্ম নেওয়া একটা শ্বেত কণিকার চেয়ে একটা লোহিত কণিকা কতদিন বেশি বাঁচে?

উত্তর : ১০০ দিন

৫৭। প্রতি কিউবিক মিলিমিটার রক্তে শ্বেতকণিকার সংখ্যা কত? উত্তর : ৫-১০ হাজার

৫৮। প্রতি কিউবিক মিলিমিটারে পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?

উত্তর : প্রায় ৫০ লাখ

৫৯। শ্বেত রক্তকণিকার চেয়ে লোহিত রক্তকণিকার সংখ্যা কত গুণ বেশি? উত্তর : প্রায় ৫০০ গুণ

৬০। প্রতি কিউবিক মিলিমিটারে অণুচক্রিকার সংখ্যা কত?

উত্তর : প্রায় ২ লাখ ৫০ হাজার

৬১। অস্থিমজ্জা থেকে কী রক্তকণিকা উৎপন্ন হয়?

উত্তর : লোহিত ও শ্বেত কণিকা

৬২। রক্তরসে শতকরা প্রায় কত ভাগ পানি রয়েছে?

উত্তর : ৯০%

৬৩। মৃত শ্বেত রক্তকণিকা কিসে পরিণত হয়? উত্তর : পুঁজ

৬৪। রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেলে কী হয়?

উত্তর : লিউকোমিয়া

৬৫। ফ্যাগোসাইটিসিস কাকে বলে?

উত্তর : শ্বেত রক্তকণিকার জীবাণু ভক্ষণের প্রক্রিয়াকে ফ্যাগোসাইটিসিস বলে।

হিসাববিজ্ঞান

এইচ. এম. মতিউর রহমান

সহকারী শিক্ষক, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পটুয়াখালী।

মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১৮. ‘মূলধনের সুদ’ কোন ব্যয়ের অন্তর্গত?

ক. মূলধন জাতীয় খ. মুনাফা জাতীয়

গ. পরিচালন ঘ. বিলম্বিত মুনাফা জাতীয়

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।

মুদি দোকানি কাওসার দোকানের জন্য ৬০,০০০ টাকা দিয়ে একটি ফ্রিজ ক্রয় করেন। ফ্রিজটি দোকানে আননে ও বৈদ্যুতিক লাইন সংস্থাপন করণে ১,৫০০ টাকা ব্যয় হয়। কিন্তু দোকানে স্থান সংকুলান না হওয়ায় ফ্রিজটি ৬৪,০০০ টাকায় বিক্রি করলেন।

১৯. জনাব কাওসারের মূলধন জাতীয় ব্যয় হয়েছিল কত টাকা?

ক. ৫৮,৫০০ টাকা খ. ৬০,০০০ টাকা

গ. ৬১,৫০০ টাকা ঘ. ৬৪,০০০ টাকা

২০. ফ্রিজটি বিক্রয়ের ফলে ব্যবসায়ের-

i. মূলধন জাতীয় প্রাপ্তি হবে ৬৪,০০০ টাকা

ii. মুনাফা জাতীয় ব্যয় হবে ১,৫০০ টাকা

iii. মূলধন জাতীয় আয় হবে ২,৫০০ টাকা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২১. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়কে একাধিক হিসাবকালে বিভক্ত করা হয় কেন?

ক. নিয়মিত খ. একাধিক বছরের সুবিধা

গ. অনিয়মিত ঘ. বড় অঙ্কে

২২. কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়?

ক. বেতন প্রদান খ. ভাড়া প্রদান

গ. আসবাবপত্র ক্রয় ঘ. পণ্য তৈরির গবেষণা ব্যয়

২৩. বিজ্ঞাপন খরচ ৫ বছরের জন্য এককালিন পরিশোধ। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে-

i. মূলধন জাতীয় ব্যয় ii. মুনাফা জাতীয় ব্যয়

iii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. চলতি বছর বিনিয়োগের সুদ বাবদ ৩,০০০ টাকা পাওয়া গেছে, কিন্তু আরও ৩০০ টাকা পাওনা হয়েছে। এখানে বর্তমান বছরে মুনাফা জাতীয় আয় কত হবে?

ক. ২,৭০০ টাকা খ. ৩,০০০ টাকা

গ. ৩,৩০০ টাকা ঘ. ৩,৬০০ টাকা

২৫. মুনাফা জাতীয় হলেও একাধিক বছর ধরে সুবিধা দেয় কোনটি?

ক. মুনাফা জাতীয় ব্যয়

খ. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

গ. মূলধন জাতীয় ব্যয় ঘ. মূলধনায়িত ব্যয়

২৬. সাময়িকভাবে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় কোনটি?

ক. মুনাফা জাতীয় প্রাপ্তি

খ. মুনাফা জাতীয় আয়

গ. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

ঘ. মুনাফা জাতীয় ব্যয়

২৭. ‘ব্যাংক হতে গৃহীত ঋণ’ কোন জাতীয় লেনদেন?

ক. মূলধন জাতীয় আয় খ. মূলধন জাতীয় প্রদান

গ. মুনাফা জাতীয় প্রাপ্তি ঘ. মূলধন জাতীয় প্রাপ্তি

২৮. কোনটির ফলে ব্যবসায়ের স্থায়ী সম্পদ অর্জন হয়?

ক. মূলধন জাতীয় প্রাপ্তি খ. মূলধন জাতীয় আয়

গ. মূলধন জাতীয় ব্যয় ঘ. মুনাফা জাতীয় প্রাপ্তি

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।

মি. আতিক একজন সফল ব্যবসায়ী। তিনি ৪,৫০,০০০ টাকা মূল্যের একটি গাড়ি ক্রয় এবং শুল্ক বাবদ ৫০,০০০ টাকা পরিশোধ করেন। গাড়িটি ব্যবহার উপযোগী না হওয়ায় তিনি ৪,৮০,০০০ টাকায় বিক্রয় করেন।

২৯. জনাব আতিকের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত?

ক. ৪,০০,০০০ টাকা খ. ৪,৫০,০০০ টাকা

গ. ৪,৮০,০০০ টাকা ঘ. ৫,০০,০০০ টাকা

৩০. উপর্যুক্ত লেনদেনের ফলে জনাব আতিকের ব্যবসায় প্রভাবিত হবে-

i. মূলধন জাতীয় প্রাপ্তি ৪,৮০,০০০ টাকা

ii. মূলধন জাতীয় আয় ৩০,০০০ টাকা

iii. মূলধন জাতীয় ক্ষতি ২০,০০০ টাকা।

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর : ১৮। খ ১৯। গ ২০। খ ২১। খ ২২। ঘ ২৩। গ ২৪। গ ২৫। খ ২৬। গ ২৭। ঘ ২৮। গ ২৯। ঘ ৩০। খ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here