বাবর আজমের চেয়েও ভালো অধিনায়ক রিজওয়ান: শাহীন আফ্রিদি

0
164

পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন পেসার শাহীন শাহ আফ্রিদির। তার মতে, বাবর আজমের চেয়েও ভালো অধিনায়ক রিজওয়ান।

সম্প্রতি পিসিএলে লাহোরের অধিনায়কত্ব পাওয়া শাহীন আফ্রিদি বলেন, আমার দৃষ্টিতে রিজওয়ান সেরা অধিনায়ক। লাহোরের দায়িত্ব নেওয়া উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে তাকে বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হয়।

জবাবে শহিদ আফ্রিদির জামাতা বলেন, বাবর আমার প্রিয় ব্যাটার। তিনি বিশ্বের এক নম্বর ব্যাটার। জাতীয় দলের অধিনায়ক হিসেবেও তিনি ভালো করছেন। তার নেতৃত্বে আমরা সাফল্যেল চূড়ায় পৌঁছার অপেক্ষায়।

খেলা শুরু করার পর পাকিস্তান দলের কাকে সবচেয়ে যোগ্য অধিনায়ক বলে আপনার মনে হয়— এমন প্রশ্নের জবাবে শাহীন আফ্রিদি বলেন, আমি রিজওয়ানের ব্যক্তিত্বকে পছন্দ করি। ঘরোয়া ক্রিকেটে আমরা একসঙ্গে খেলেছি। সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে রিজওয়ান সেরা অধিনায়ক। জাতীয় দলের অধিনায়ক বাবর আজমকে আমি সেরা দুইয়ে রাখব।

রিজওয়ানের দাপুটে পারফরম্যান্সের কারণে অনেকেই তাকে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দেখার পক্ষে। গত জুলাইয়ে অবশ্য রিজওয়ান জানিয়েছিলেন— বাবরের সাম্রাজ্যে ভাগ বসাতে চান না তিনি।

রিজওয়ানের ভাষায়— ‘আমি অধিনায়কত্ব নিয়ে ভাবি না। কারণ আমার কাজ হলো খেলোয়াড় হিসেবে নিজের সেরাটা দেওয়া। বাবর এখন অন্যতম সেরা অধিনায়ক। আমাদের বিগত সিরিজগুলো দেখুন, দারুণ সব সিদ্ধান্ত নেয় সে। আমাদের তিন-চারজন খেলোয়াড় একসঙ্গে করলে যা হবে, বাবরের ভাবনা-চিন্তা তারচেয়েও ভালো।
তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here