‘মুফতি ওয়াক্কাস আমৃত্যু দেশ-জাতির সেবায় নিয়োজিত ছিলেন’

0
294

মুফতি ওয়াক্কাস আমৃত্যু মাদ্রাসা-মসজিদের পাশাপাশি দেশ-জাতির খেদমতে নিয়োজিত ছিলেন। যে কারণে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে ধর্মীয় অঙ্গনের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। সে কারণে এই প্রজন্মের ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে তার জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেকে সমাজ সেবায় যুক্ত করা। আজ জাতীয় কঠিন প্রতিকূল সময়ে তার মতো পরীক্ষিত নেতৃত্বের অভাব অনুভূত হচ্ছে।

বুধবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত স্মরণসভায় জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম একথা বলেন।

সভায় অন্য বক্তারা বলেন, ইসলাম ও মুসলমান এবং দেশবিরোধী তৎপরতা মোকাবেলায় সচেতন আলেম সমাজ ও দেশপ্রেমি জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই।

পটুয়াখালী জেলা জমিয়ত সভাপতি মাওলানা আব্দুল হক কাওসারির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুফতি শেখ মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব ওয়ালী উল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান, পটুয়াখালী জেলা বেফাক সভাপতি মাওলানা আবুল কাসেম, জমিয়ত নেতা মাওলানা মোতাহার উদ্দিন, মাওলানা আব্দুল ওয়াহাব, মাওলানা আব্দুস সালাম, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা মনির উদ্দিন এবং হাজী এমদাদুল হক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here