‘সরফরাজ আমার আজীবনের অধিনায়ক’

0
217

পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমদের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির নির্ভরযোগ্য খেলোয়াড় শাদাব খান। এই অলরাউন্ডারের মতে, সরফরাজ আহমেদ তার দৃষ্টিতে সেরা অধিনায়ক।

২৩ বছর বয়সি শাদাব মঙ্গলবার রাতে টুইটারে কনভারসেশনে এ কথা বলেন। খবর ক্রিকেট পাকিস্তানের।

সরফরাজ আহমদের অধীনেই ক্রিকেটে অভিষেক হয়েছিল শাদাব খানের। তিনি এখনও দলের অপরিহার্য খেলোয়াড় হলেও সরফরাজকে ছুড়ে ফেলেছে পাকিস্তান। সাবেক এই অধিনায়ক এখন আর নিয়মিত সদস্য নন পাকিস্তান দলের। তবু সরফরাজকেই সবসময় অধিনায়ক মানেন শাদাব।

কেন সরফরাজের প্রতি আপনার এত সম্মান— এমন প্রশ্নে শাদাব খান বলেন, সরফরাজ তাকে অনেক কিছুই শিখিয়েছেন। খেলার মাঠে সাবেক অধিনায়কের কাছ থেকে হাতেকলমে শিখেছেন শাদাব।

‘তিনি আমাকে কীভাবে নেতৃত্ব দিতে হয় তা শিখিয়েছেন, কীভাবে সতীর্থদের দেখভাল করতে হয় তাও শিখিয়েছেন। দেশের জন্য সতীর্থদের জন্য কীভাবে ফাইট দিতে হয় তাও আমি শিখেছি সরফরাজের কাছ থেকে। আমার এই শিক্ষক সবসময়ই আমার ক্যাপ্টেন।

২০১৯ সালের অক্টোবরে জাতীয় দলের অধিনায়কত্ব হারান সরফরাজ। এর পর থেকে তিনি জাতীয় দলের উইকেটকিপার হিসেবে দ্বিতীয় পছন্দ। তার স্থলে এখন নিয়মিত কিপিংয়ের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ রিজওয়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here