সেই ছোট্ট আয়েশা বড় হয়ে ফের সিনেমায় আসছেন!

0
394

২০০৫ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘ব্ল্যাক’। ছোট্ট ছয় বছরের মেয়েকে ঘিরে আবর্তিত হয়েছিল ছবির গল্প। যার নাম মিশেল। যে কানে শুনতে পেত না, চোখে দেখত না।

কিন্তু অসম্ভব জেদ ছিল তার মধ্যে। সেই ছোট্ট মেয়ের শিক্ষক ছিলেন অমিতাভ বচ্চন। বিগ বির চরিত্রের নাম ছিল দেবরাজ।

ছোট্ট মিশেলের চরিত্রে, বয়স বাড়লে সেই চরিত্রে আসেন রানি মুখার্জি। সময় পেরিয়েছে। এখন সেই ছোট্ট মিশেল অনেকটাই বড় হয়ে গেছে। কিন্তু সে এখন কোথায়? কী করছে? পর্দার মিশেলের আসল নাম আয়েশা কাপুর। এখন তার বয়স ২৮ বছর। পড়াশোনার জন্য নিউ ইয়র্কের কলম্বিয়াতে ছিলেন তিনি।

আবার অভিনয় জগতে ফিরছেন আয়েশা। নতুন সিনেমায় অভিনয় করার জন্য ছয় মাস ধরে তালিম নিচ্ছেন। ‘হরি ওম’ ছবিতে অংশুমান ঝার বিপরীতে দেখা যাবে তাঁকে। কুলবিন্দর বকশিশের কাছে হিন্দির উচ্চারণ শিখছেন আয়েশা। আসন্ন এই ছবিতে বলতে গেলে মূল চরিত্র আয়েশারই। তাই সে ক্ষেত্রে ভাষার দক্ষতা জরুরি বলেই মনে করছেন নির্মাতারা।

নিজের আসন্ন ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে আয়েশা জানিয়েছেন, “অভিনয়ে ফিরে আসা নিয়ে আমার মধ্যে উত্তেজনা কাজ করছে। ‘হরি ওম’ একটি মিষ্টি, পারিবারিক ছবি, যা সব বয়সী মানুষকেই কোনো না কোনোভাবে স্পর্শ করবে। হরিশ স্যার যে সারল্য দিয়ে গল্প লেখেন, যেভাবে তার চরিত্রগুলোকে ফুটিয়ে তোলেন, আমি বেশ ভালো লাগে। খুব বাস্তব মনে হয়। ”

আয়েশা বলেন, ‘তাঁদের সঙ্গে একই ফ্রেমে কাজ করার উত্তেজনা তো রয়েছেই। অনেক কিছু শিখতে পারব। অংশুমানের মতো গুণী অভিনেতার বিপরীতে কাজ করাও আনন্দের। মধ্য প্রদেশে শুটিং শুরুর অপেক্ষায় রয়েছি। ’

সেপ্টেম্বরেই শুরু হচ্ছে এই ছবির শুটিং। মধ্য প্রদেশে ভোপালের বিভিন্ন অংশে শুটিং হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here