ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। দুপক্ষের এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, সংঘর্ষের শুরু থেকেই পুলিশ কার্যকরী ভূমিকা পালন করেনি। তারা ব্যবসায়ীদের পক্ষ নিয়ে আমাদের ওপর টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করেছে। এতে করে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
তবে পুলিশ দাবি করছে, সকাল থেকেই পুলিশ ঘটনাস্থলে ছিল। দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করায় পুলিশ সরে যায়।
এক দোকানে খাবারের বিল পরিশোধ নিয়ে কথা কাটাকাটির জেরে সোমবার মধ্যরাতে দোকান কর্মচারীদের সঙ্গে ছাত্রদের প্রায় আড়াই ঘণ্টা সংঘর্ষ চলে। পরে পুলিশের হস্তক্ষেপে রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আবারও চলে এ সংঘর্ষ। দুপুরের পর পুলিশ ঘটনাস্থলে এসে কাঁদানে গ্যাস ছোড়া শুরু করলে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন বলেন, সকাল থেকেই পুলিশ ঘটনাস্থলে ছিল। শিক্ষার্থী ও ব্যবসায়ীরা উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করায় পুলিশ সরে যায়। এরপর দুপুর পৌনে ১টার দিকে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলের দিকে অগ্রসর হয়।
এদিকে ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের পর ইফতার করেই আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের রাস্তার দুপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। বর্তমানে তারা সেখানেই অবস্থান করছেন। অন্যদিকে ব্যবসায়ীরাও রয়েছেন রাস্তায়। তারা নিউ সুপার মার্কেট সংলগ্ন ফুট ওভারব্রিজের নিচে অবস্থান করছেন।


