কাতার বিশ্বকাপে দর্শকদের টিকা গ্রহণ বাধ্যতামূলক

0
152

ভূমধ্যসাগরের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার। এবারের ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে পৃথিবীকে স্বাগতম জানাবে দেশটি।

বিশ্বকাপের উদ্বোধন ঘিরে দিন যত ঘনিয়ে আসছে দেশটির মধ্যে বসবাসরত অভিবাসী ও কাতারি নাগরিকদের মাঝে উৎসবের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে।

চলতি বছরের নভেম্বর মাসেই ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী পর্দা উন্মোচন করা হবে কাতারে। বিশ্ববাসীকে একটি ঐতিহাসিক আনন্দ মুখর বিশ্বকাপ উপহার দিতে পুরোপুরি প্রস্তুত প্রাকৃতিক খনিজ সম্পদ সমৃদ্ধ দেশ কাতার।
ইতিমধ্যে বিশ্বকাপের প্রথম দাপ টিকেট বিক্রির আবেদন গ্রহণ শুরু করেছে ফিফা। এতে করে কাতারে ও বহির্বিশ্বে উৎসবের আমেজ দেখা যাচ্ছে।
বিশ্বকাপের জন্য প্রস্তুত স্টেডিয়ামগুলোয় ফুঠে উঠেছে নান্দনিকতার ছাপ, শৈল্পিক কারুকাজে সজ্জিত স্টেডিয়াম দেখে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা।

করোনা স্বাস্থ্যবিধি মেনে সতর্কতামূলক এবং প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপের এবারের আসর। এছাড়া বিশ্বকাপে উপস্থিত দর্শকদের জন্য করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে কাতার সরকার।

বিশ্বকাপের সবকয়টি ম্যাচ দেখার আগ্রহ রয়েছে প্রবাসী বাংলাদেশিদের। এবারের মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হওয়া এই বিশ্বকাপ আসর প্রবাসীদের জন্য এক বাড়তি আনন্দের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here