হিলিতে জেঁকে বসেছে শীত

0
319

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশেপাশের এলাকাগুলোতে একদিনের ব্যবধানে আবারো কমেছে তাপমাত্রা, সেই সঙ্গে হঠাৎ বৃষ্টির কারণে জেঁকে বসেছে শীতের প্রকোপ। সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। আকাশে মেঘ জমে আছে। তবে কুয়াশা নেই। যে কোনো সময় বৃষ্টি হতে পারে।

মাহফুজার রহমান নামে এক কৃষক জানান, একদিকে শীত অন্যদিকে বৃষ্টি। জমিতে কাজ করতে কষ্ট হচ্ছে। তবুও কাজ করতে হচ্ছে। কারণ এখন বোরো ধান লাগানোর সময়। জমিতে পানি দিয়ে চাষ শুরু করেছি।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শনিবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিমি।

এছাড়াও সৈয়দপুর ১২.২, রংপুর ১২.৮, কুড়িগ্রামের রাজারহাটে ১৩.০, ডিমলা ১২.৭, নওগাঁ ১২.৫, রাজশাহী ১১.৬, চুয়াডাঙ্গা ১৪.৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় এখন পর্যন্ত ১১.২ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, সারাদেশে বৃষ্টির পরিমাণ দিনাজপুরে ৫৯, খুলনায় ৬৮, সৈয়দপুরে ৩৫, রংপুরে ৫৫, নওগাঁয় ৩৩, রাজশাহীতে ৩০, ডিমলায় ৫৫, কুড়িগ্রামে ৫০ মিলিমিটার। আজ বিকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here