রাস্তায় পাওয়া ব্যাগভর্তি টাকা ফেরত দিলেন যুবক

0
495

ব্যাগভর্তি টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন এক ব্যবসায়ী যুবক। তার নাম আতিক হাসান। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আতিক টেলিকমের স্বত্বাধিকারী। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

হারিয়ে যাওয়া টাকার মালিক আহমদ আলী বলেন, সিলেটের আম্বরখানা থেকে কোম্পানীগঞ্জে সিএনজিতে করে যাওয়ার সময় ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে জেগে দেখি আমার টাকার ব্যাগটি নেই। ব্যাগে জমি বিক্রয় ও আত্মীয়দের কাছ থেকে ধার করে আনা মোট সাড়ে ৩ লাখ টাকা ছিল। টাকার ব্যাগ হারানোর পর দিশেহারা হয়ে পড়েছিলাম।

প্রকৃত মালিকের হাতে ব্যাগ তুলে দিয়ে আতিক হাসান বলেন, রাস্তায় টাকাগুলো পেয়েই বুঝতে পারি কারও অসাবধানতায় ব্যাগটি পড়ে গেছে। টাকার মালিক নিশ্চয়ই টাকা খুঁজতে এ জায়গায় আবার আসবেন। এজন্য আমি ঘটনাস্থলেই অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর ব্যাগে থাকা মোবাইলে ফোন আসলে আমি ফোন রিসিভ করি এবং সবকিছু খুলে বলি। একপর্যায়ে টাকার প্রকৃত মালিক এসে উপযুক্ত প্রমাণ দিলে টাকাগুলো ফেরত দেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here