ট্রাম্প মনোনয়ন পেলে ২০২৪ সালেও নির্বাচন করবেন বাইডেন

0
129

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি রিপাবলিকান দলের মনোনয়ন পান তাহলে ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জো বাইডেন। তবে এজন্য অবশ্য তাকে ভাগ্যের (সুস্থতা) ওপর নির্ভর করতে হবে।

বুধবার রাতে এবিসি নিউজে এক সাক্ষাৎকারে ‘আগামীতে ফের নির্বাচন করবেন কিনা’ এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, যদি ভাগ্য এবং স্বাস্থ্য পক্ষে থাকে, তাহলে তিনি নির্বাচন করবেন।

বাইডেন বলেন, আমি ভাগ্যকে সম্মান করি। আমার জীবনে বহুবার ভাগ্য হস্তক্ষেপ করেছে। এখন যেমন সুস্থ আছি, যদি এমন থাকি, তাহলে আবার নির্বাচন করবো। এক্ষেত্রে যদি ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন পান তাহলে তাতে উদ্বুদ্ধ হবো।

জো বাইডেনের বর্তমান বয়স ৭৯ বছর। তিনি ২০২৪ সালে নির্বাচন করবেন কিনা তা নিয়ে নানা আলোচনা রয়েছে আমেরিকায়। তবে তার টিম দাবি করেছে, তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করবেন।

অন্যদিকে, ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেননি। তবে এর আগে বিভিন্ন র্যা লি এবং সাক্ষাৎকারে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন। আমেরিকায় এ যাবত যত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার মধ্যে জো বাইডেনই সবচেয়ে বেশি বয়সের।

২০২০ সালে আমেরিকার নির্বাচনে বাইডেনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য দরকার হয় ২৭০ ইলেকটোরাল ভোট। নির্বাচনে বাইডেন ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাইডেনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তোলেন। এই অভিযোগ তুলে ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ব্যাপক হামলা ও ভাঙচুর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here