প্রেমিকা সাবাকে নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হৃতিক

0
197

বিচ্ছেদের আট বছর পর এবার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডের গ্রিক দেবতাখ্যাত সুপারস্টার হৃতিক রোশনের। দিন কয়েক আগে এমন খবরই জানিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগে হৃতিক-সাবাকে নিয়ে প্রকাশ হয়েছিল একটি ভিডিও। যাতে দেখা যায়, রাতে এক তরুণীর হাত ধরে রেঁস্তোরা থেকে বেরোচ্ছেন হৃতিক।

খোঁজ নিয়ে জানা যায়, তরুণীর নাম সাবা আজাদ, যিনি হৃতিকের চেয়ে ১৬ বছরের ছোট।

এবার হৃতিকের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেল অভিনেতার চর্চিত বান্ধবী সাবা আজাদকে। রোববার হৃতিকের চাচা, সংগীত পরিচালক রাজেশ রোশন ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ছবি। সেখানে হৃতিকের পুরো পরিবারের মধ্যমণি হয়ে থাকলেন সাবা। তিনিও যে এখন রোশন পরিবারেরই একজন তা বেশ বোঝা যাচ্ছে এই ছবি থেকে।

ছবিতে দেখা যাচ্ছে, হৃতিক ও সাবার পাশাপাশি দেখা মিলল অভিনেতার দুই পুত্র রিহান ও রিদানের। ছিলেন হৃতিকের মা পিঙ্কি রোশন, চাচা রাজেশ রোশন, বোন পশমিনাসহ আরও অনেকে। লিভিং রুমের মধ্যে রবিবাসরীয় আড্ডায় মেতে থাকতে দেখা গেল তাদের।

ছবির ক্যাপশনে রাজেশ রোশন লিখেছেন, খুশি সবসময়ই সঙ্গে থাকে, বিশেষত রোববার, মধ্যাহ্নভোজের সময়’।

এই পোস্টের কমেন্ট বক্সে হৃতিক লিখেছেন— ‘একদম সত্যি কথা! আর তুমিই সবচেয়ে মজার মানুষ।’

এই পোস্টের কমেন্ট বক্সে সাবা কী লিখলেন? হবু শ্বশুরবাড়িতে সময় কাটিয়ে আপ্লুত তিনি। লিখেছেন, ‘সেরা রোববার’।

সাবা আজাদের আসল নাম সাবা সিং গ্রেওয়াল। সাবা একজন মডেল, সিঙ্গার ও অভিনেতা। ২০০৮ সালে বলিউডের সিনেমা ‘দিল কবাডি’ দিয়ে ডেবিউ। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে অভিনয় করেছেন ‘ফিলস লাইক ইশক’ ছবিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here